স্কুলছাত্রীর যৌন নিগ্রহে দুদিন আগেই ২ শিক্ষককে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার সাজা শোনাল যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। স্কুল ক্যাম্পাসের মধ্যেই চার বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে জিডি বিড়লা স্কুলের (GD Birla School Case) দুই শিক্ষকের বিরুদ্ধে। এরপর তাঁদের দোষী সাব্যস্ত করার পর ৩১ মার্চ সাজা ঘোষণার সিদ্ধান্ত নেয় আলিপুর পকসো আদালত। সেইমতো আজ মামলার শুনানিতে অভিযুক্ত দুই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস জেলের সাজা ঘোষণা করল আদালত। আলিপুর পকসো আদালতের বিচারপতি মানসরঞ্জন সান্যাল শুক্রবার এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন- রামনবমীতে অশান্তির জন্য দায়ী বিজেপি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
২০১৭ সালের ৩০ নভেম্বর স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল কলকাতা। জি ডি বিড়লা স্কুলের অভিভাবকরা স্কুলের গেটের সামনেই বিক্ষোভ দেখান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। সুবিচার পেতে কেটে গেছে প্রায় ৬ বছর। অবশেষে হাসি ফুটেছে নির্যাতিতার পরিবারের মুখে। অভিযুক্ত দুই শারীরশিক্ষার শিক্ষক মহম্মদ মফিজুদ্দিন ও অভিষেক রায়কে পুলিশ গ্রেফতার করার পর অবশেষে গত ২৯ মার্চ দুই অভিযুক্তকে নাবালিকা (GD Birla School Case) নিগ্রহে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। এদিন বিচারক জানান, শুধু দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডই নয় পাশাপাশি নিগৃহীত শিশুটিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে।