উত্তরপ্রদেশের (UttarPradesh) আমেঠিতে একটি বিয়ে বাড়িতে আনন্দ করার বদলে হয়ে গেল রক্তারক্তি কাণ্ড। খাবার জায়গায় গিয়ে তন্দুরি রুটি কে আগে পাবে, এই নিয়ে শুরু হয় ঝামেলা। দুই কিশোরের মধ্যে এই বচসা কিছুক্ষনের মধ্যেই ভয়াবহ আকার নেয়। এদিনের এই ঘটনায় মৃত্যু হয় দুজনেরই। আমেঠির একটি গ্রামে ৩রা মে, শনিবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন ১৮ বছরের রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছরের এক কিশোর। খাবার জায়গায় গিয়ে প্রথমে তন্দুরি রুটি নিয়ে তর্ক শুরু হয় তাঁদের মধ্যে। তন্দুরি রুটি কে আগে খাবেন, সেই নিয়েই ঝগড়া শুরু হয়। কিন্তু তর্ক-থেকেই শুরু হয় হাতাহাতি।
আরও পড়ুন-আমেরিকার বাইরে প্রযোজিত সিনেমার উপর ১০০% শুল্ক আরোপ! ট্রাম্পের ঘোষণায় বিশ্বজুড়ে ক্ষোভ
পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যে উভয় পক্ষই একে অপরকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এর ফলে গুরুতরভাবে জখম হন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছরের ওই কিশোরের। রবি কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তাতে তাঁর মৃত্যু হয়। পাত্রীর বাবা রামজীবন বর্মা মেয়ের বিয়েতে এমন ঘটনায় রীতিমত হতভম্ব। তিনি জানান সকলেই যখন বিয়ের কাজে ব্যস্ত ছিল সেই সময় হঠাৎ খবর এল যে ঝগড়া শুরু হয়েছে। দৌড়ে গিয়ে দেখা যায় ছেলে দুজন মারামারি করছে।
আরও পড়ুন-মর্মান্তিক! বাগনানে পথ দুর্ঘটনায় মৃত দুই কিশোর-সহ ৩
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। গইরিগঞ্জ সার্কেলের চিফ অফিসার অখিলেশ বর্মা এই ঘটনায় জানিয়েছেন, মৃতদেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।