প্রতিবেদন : বারবার দুর্ঘটনা ঘটলেও হেলদোল নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের। একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন। তেলের ট্যাঙ্কারের গার্ডের তৎপরতায় দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে সাহুডাঙ্গির কাছে। সূত্রের খবর, সিগন্যালিং বিভ্রান্তির জেরেই এই ঘটনা। রেলের গাফিলতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কিন্তু তা সত্ত্বেও অতীত থেকে শিক্ষা নিচ্ছে না রেল। যেখানে রেল-দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে রেল কর্তৃপক্ষ কীভাবে এত উদাসীন হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলছে সব মহল। এদিকে, বাজেটেও রেলের সুরক্ষা নিয়ে কোনও উচ্চবাচ্যই করেনি কেন্দ্র। বলা যায়, যাত্রীদের জীবন নিয়ে ছিনমিনি খেলছে রেলমন্ত্রক। গত তিন মাসে শুধুমাত্র রাঙাপানির নুমালিগড় রিফাইনারি কেন্দ্রের কাছে তিনবার লাইনচ্যুত হয়েছে তেলবোঝাই ট্যাঙ্কার। লুপ লাইনে শান্টিংয়ের সময় বারবার লাইন থেকে পড়ে যাচ্ছে ট্যাঙ্কারের চাকা। শুক্রবার রাতেও রাঙাপানির তেল পরিশোধন কেন্দ্রে ঢোকার সময় একটি তেলের ট্যাঙ্কার-বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন- আবার বিজেপি-রাজ্যপাল চক্রান্ত: রাষ্ট্রপতিকে দিয়ে জটিলতা বাড়ানোর খেলা, ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি