রবিবার সকালে দুর্ঘটনার মুখে ভারতীয় রেল। বছরের শুরুতেই ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত হয়ে গেল দু’টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে (Tirupati Express) পিছন থেকে পার্সেল কার ধাক্কা মারে। এর ফলে হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দু’টি ট্রেন। লাইনের বাইরে পড়ে গিয়েছে ৩টি বগি। ট্রেন খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
আরও পড়ুন-ভয়ঙ্কর ভক্তির নমুনা, যোগীরাজ্যে পুরুষাঙ্গ কেটে শিবকে অর্পণ
রেল সূত্রে খবর, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে শালিমারের দিকে রেল ইয়ার্ড হয়ে যাচ্ছিল। এই ট্রেনটি সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে সিগন্যাল মিস করে একটি পার্সেল ট্রেন তিরুপতি এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে পার্সেল কারের একটি বগি নিমেষের মধ্যেই লাইনচ্যুত হয়ে যায়। তিরুপতি এক্সপ্রেসের একাধিক বগি ট্র্যাকের বাইরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল কর্মীরা। সম্প্রতি রেল দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রতি মুহূর্তেই আতঙ্কে যাত্রা করেন সাধারণ মানুষ। এবার এই দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যহত হয়। কয়েকটি স্টেশনে লোকাল ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। পদ্মপুকুরের মতো ব্যস্ত লেবেল ক্রসিং অবরুদ্ধ হয়ে যায়। এই লেভেল ক্রসিং ক্যারি রোডের সাথে আন্দুল রোড যোগ করে। ফলে সাধারণ মানুষের আন্দুল রোডের সাথে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপাতত দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দু’টিকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে। শালিমার সাঁতরাগাছি লাইনে বন্ধ ট্রেন চলাচল। প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে রেলের লেভেল ক্রসিং আটকে রয়েছে ও এর ফলে তৈরী হয়েছে তীব্র যানজট।