দিঘাগামী জোড়া ট্রেন বাতিল

রবিবার পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ০৮১১৩/০৮১১৪ হাওড়া-দিঘা-হাওড়া ও ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া বিশেষ ট্রেন দুটি বাতিল করা হচ্ছে।

Must read

প্রতিবেদন : ৩০ এপ্রিল দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে মন্দির উদ্বোধন উপলক্ষে যে নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছিল সেই দুটি ট্রেনই বাতিল করা হল। রবিবার পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ০৮১১৩/০৮১১৪ হাওড়া-দিঘা-হাওড়া ও ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া বিশেষ ট্রেন দুটি বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন-অপহৃত সেনা উদ্ধারে তিন বৈঠকই নিষ্ফলা

২৬ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত এই ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছিল। রেলের রেক ও পরিচালনে সমস্যার কারণে ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। হাওড়া থেকে দুপুর ১.১০ নাগাদ ট্রেন ছেড়ে বিকেল ৫.৩৫ টায় দিঘায় পৌঁছানোর কথা ছিল। আবার দিঘা থেকে বিকেল ৫.৪৫ নাগাদ হাওড়ার উদ্দেশে ছাড়ার কথা ছিল। এখন হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ও দুপুরের রয়েছে কাণ্ডারি এক্সপ্রেস।

Latest article