গতকাল কলকাতা সরগরম ছিল ইডেনে (Eden Gardens) ভারত বনাম ইংল্যান্ডের টি২০ ম্যাচ (T20 match) নিয়ে। ঠিক সেই সময়েই পোস্তার (Posta) এক দোকান থেকে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ওই দোকানে বসে বেটিং চক্র চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে। তাদের থেকে নগদ ৩০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম পুনম বর্মা ও রমেশকুমার বর্মা। পুনম লেকটাউনের বাসিন্দা, বয়স আনুমানিক ৪৪। রমেশের বয়স ৪৭ বছর ও তিনি দমদমের বাসিন্দা।
আরও পড়ুন-যৌনতায় সম্মতির অর্থ আপত্তিকর ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট নয়: দিল্লি হাইকোর্ট
পোস্তায় ‘ঋদ্ধি সিদ্ধি আসায় কেন্দ্র’ নামে একটি দোকানের ভিতর ‘স্কাইএক্সচেঞ্জ’ অ্যাপের মাধ্যমে এই দুজন বেটিং চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে দোকানে তল্লাশি চালিয়ে দু’জনকে ধরে ফেলে কলকাতা পুলিশ আধিকারিকেরা। দোকান থেকে দু’টি মোবাইল ফোন, একটি টিভি এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তের সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনে একাধিক বেটিং ইউজ়ার আইডি রয়েছে। পোস্তা থানায় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।