প্রতিবেদন: হাসিনা সরকারের পতনের পর গুচ্ছ গুচ্ছ খুনের মামলা দেওয়া শুরু হয়েছে আওয়ামি লিগের (Awami League) নেতা-কর্মীদের বিরুদ্ধে। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জেলায় জেলায় অসংখ্য খুনের মামলা দায়ের করা হয়েছে। সেদেশের রাজনৈতিক মহলের বক্তব্য, মূলত প্রতিহিংসার জেরেই এলোপাথাড়ি মামলা দেওয়া চলছে। নিষ্ক্রিয় মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বদলার রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশে এবার ক্যান্সারে মৃত আওয়ামি লিগ নেতার বিরুদ্ধেও দায়ের করা হল নতুন মামলা!
গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরেই দেশি অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এই মৃত আওয়ামি লিগ (Awami League) নেতাকে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে দেখা গিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযোগকারী এবং তার ২ সহযোগীকে মারধর করে নগদ ৩৮ হাজার টাকা এবং একটি সোনার চেন ছিনতাই করে খুন করার হুমকি দেন সফিকুল ইসলাম নামে ওই ছাত্রলিগ নেতা। জামালপুরের ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই সফিকুল-সহ মোট ৮৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। যুক্ত করা হয়েছে আরও ১৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। কিন্তু দেখা যাচ্ছে, ৫ অগাস্ট তো দূর, দু-বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সফিকুল ইসলামের। ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, ২০২২-এর ২০ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে তাঁর। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মৃত সফিকুলের ভাই রফিকুল জানিয়েছেন, তাঁর দাদা ছাত্রলিগের নেতা ছিলেন প্রায় ২০ বছর আগে। তারপরে দীর্ঘদিন রাজনীতিতে তিনি আদৌ সক্রিয় ছিলেন না।
এদিকে রাজশাহিতে ঘটেছে আরও এক অদ্ভুত কাণ্ড। নিজের স্বামীর হত্যার ৯ বছর পরে হত্যা-মামলা দায়ের করেছেন এক বিএনপি কর্মীর স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা-সহ মোট ৪৩৯ জন আওয়ামি লিগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজশাহির পুঠিয়া থানায়। বুধবার রাতে দায়ের করা হয়েছে এই মামলা। ফেনীতেও একটি মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ছাত্রের গুলিতে নিহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে হাসিনাকে। অন্যদিকে খাগড়াগাছির মাটিরাঙায় তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা-সহ প্রায় ১০০ আওয়ামি লিগ নেতা-কর্মীর বিরুদ্ধে। এইভাবেই বাড়ছে গায়ের জ্বালা মেটাতে ভুয়ো মামলার বহর।
আরও পড়ুন- জাতীয় স্তরে ঘটনা ঘটলে কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…