সুদীপ্তা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: দুর্গম পথ। কনকনে ঠাণ্ডা। সব অতিক্রম করে বরফের চাদরে মোড়া মাউন্ট ভানোতি (Mount Bhanoti) শৃঙ্গ জয় করে নিলেন শিলিগুড়ির দুই যুবক দীপঙ্কর দে ও ঋতেশ কেডিয়া। পুজোর সময় শিলিগুড়ির ছয় যুবক-যুবতী বেরিয়ে পড়েন তাঁদের গন্তব্য উত্তরাখণ্ডে। হিমালয়ের কোলে, হিমালয়ের পাদদেশে কুমায়ুন রেঞ্জের অধীনে মাউন্ট ভানোতি। ৫ অক্টোবর বেরিয়ে পড়েছিলেন শৃঙ্গ অভিযানে। অভিযানের দলপতি দীপঙ্কর দে এবং বাকি সদস্যরা হলেন ঋতেশ কেডিয়া, আগমনি দত্ত, আজিমুন আখতার (সোনালি), শুভেন্দু ভট্টাচার্য ও সঞ্জীবন দত্ত। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার একটি প্রত্যন্ত গ্রাম ‘দাউ’ থেকে ট্রেক শুরু হয় ৮ অক্টোবর। তিনদিনের দুর্গম যাত্রা শেষ করে দলটি বালুনিতে বেস ক্যাম্প স্থাপন করে ১০ অক্টোবর সন্ধেয়। ১১ অক্টোবর ১৪,৫০০ ফিট উচ্চতায় স্থাপন করা হয় অ্যাডভ্যান্স বেস ক্যাম্প। এরপর সামনে ছিল শুধুই শিখরের হাতছানি। ১২ অক্টোবর, আজিমুন ও সঞ্জীবন অ্যাডভ্যান্স বেস ক্যাম্পের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়ে বাকি দলকে এগিয়ে দেন সামিট ক্যাম্পের দিকে। ১২ অক্টোবর সামিট ক্যাম্প স্থাপন করা হয় ১৬,২০০ ফিট উচ্চতায়। ১৩ অক্টোবর ভোর চারটেয় চারজনের দলটি এগিয়ে চলে শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে। ৫,৫০০ মিটার উচ্চতায় চারজনই সফল ভাবে পৌঁছে যান। বরফে মোড়া অপার সৌন্দর্যের পৃথিবী উপভোগ করতে বহু দুর্গম পথ অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছে যান। এরপর একটি ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত চিত্রই তুলে ধরেন দীপঙ্কর দে। তুলে ধরেন সেই রোমঞ্চকর অভিজ্ঞতার কথা।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে জড়িয়ে মিথ্যাচার কেন, মুখোশের আড়ালে নোংরা রাজনীতি