ম্যানিলা: বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন রাগাসা। প্রবল শক্তি নিয়ে উত্তর ফিলিপিন্সের পানুইটান দ্বীপে তাণ্ডব চালাল বিধ্বংসী টাইফুন রাগাসা। সঙ্গে নাগাড়ে মুষলধারে বৃষ্টি। সতর্কতা জারি করা হয়েছে পার্শ্ববর্তী হংকং, তাইওয়ান এবং চিনেও। ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তর কাগায়ান প্রদেশের অন্তর্গত পানুইটান দ্বীপে আছড়ে পড়ে টাইফুন রাগাসা।
আরও পড়ুন-দিনের কবিতা
সতর্কতা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ফিলিপিন্সের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জেও আছড়ে পড়তে পারে টাইফুনটি। ফিলিপিন্সে এই ঝড়ের স্থানীয় নাম দেওয়া হয়েছে ‘নান্দো’। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২৬৭ কিলোমিটার। শক্তির পরিমাপ করলে এটি একটি ক্যাটাগরি-৫ হ্যারিকেন ঝড়ের সমতুল্য। ফিলিপিন্স থেকে ঝড়টি ক্রমশ হংকং, ম্যাকাও এবং চিনের গুয়াংদং প্রদেশের দিকে এগোবে বলে আশঙ্কা। টাইফুন রাগাসার তাণ্ডবে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে টাইফুনের সম্ভাব্য গতিপথে বসবাসকারী হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ফিলিপিন্স প্রশাসন।