বঙ্গ

বেকারত্ব নিয়ে মোদি সরকারের মিথ্যাচার! সরব অমিত মিত্র

মোদি সরকারের (Modi Government) দ্বিচারিতা! দেশের যুব সমাজে দ্রুত বাড়ছে বেকারত্ব। গত এক দশকের রিপোর্টে মোদী সরকারের হাঁড়ির খবর একেবারে হাটে হাড়ি ভাঙার অবস্থা। তারপরেও সেই বেকারত্ব নিয়ে কেন্দ্রের তরফে একটি গোঁজামিল দেওয়া পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। যদিও তাদের পরিসংখ্যানে দেওয়া তথ্য থেকেও দেশের বেকারত্বের আসল ছবি অনেকটাই প্রকাশ্যে এসেছে। তবে প্রকৃত বেকারত্বের চিত্রটি যে আরও ভয়াবহ সেই বিষয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন-ম্যান মেড বন্যা পরিস্থিতি, প্রতিবাদ সভা থেকে DVC-কে একহাত নিলেন শোভনদেব

এই নিয়ে এক্স হ্যান্ডেলে তথ্য প্রকাশ করে অমিত মিত্র লেখেন, ”এটা খুবই আশ্চর্যজনক যে মোদী সরকারের বেকারত্ব সম্পর্কিত হিসেব (পিএলএফএস) একেবারেই বিভ্রান্তিকর। সেখানে বলা হচ্ছে ভারতে বেকারত্বের হার মাত্র ৪% বা তার কাছাকাছি। সম্প্রতি রয়টার্সের সমীক্ষায় বিশ্বের ৭০% শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে ভারত সরকারের সরকারী বেকারত্বের তথ্য কেবল ভুল নয়, বরং কৌশলে দেশের বেকারত্বের তীব্রতাকে ‘ঢেকে’ রাখা হচ্ছে। কৌশলটি বেকারের সংজ্ঞার মধ্যেই রয়েছে। এমনকি বেতনহীন পরিবারকেও হিসেবে নিযুক্ত বলে গণ্য করা হচ্ছে !! ‘সপ্তাহে’ ১ ঘন্টার কাজেও সেই ব্যক্তিকে ‘কর্মসংস্থানপ্রাপ্ত’ হিসেবে দেখানো হচ্ছে!! এর ফলে, তাদের সকলকে বেকার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই পরিসংখ্যানের বাস্তবতা কোথায়? ভারত সরকার ২০২৩-২৪ সালে ৪.৯% বেকারত্বের কথা বললেও, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) অনুমান করছে আসল পরিসংখ্যান ৮.০৫%। প্রকৃতপক্ষে, বেকারত্বের চূড়ান্ত সংখ্যা ৪০ মিলিয়নের সীমা অতিক্রম করেছে – যা স্পেনের সমগ্র জনসংখ্যার কাছাকাছি। আশ্চর্যজনকভাবে, ভারতের ৮৩% বেকার দেশের যুবসমাজ। ভারত সরকারকে এই আস্থার ঘাটতি দূর করতে হবে এবং প্রকৃত সত্য তথ্য প্রকাশ্যে আনতে হবে।”

আরও পড়ুন-নাট্যব্যক্তিত্ব রতন থিয়ামের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে দেশে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ। গত মে মাসে ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৫ শতাংশ। এরপরেই দেখা গেল পরপর দু’মাস বেকারত্বের হার বাড়ল। কেন্দ্রের তথ্য অনুযায়ী জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার ১৮.৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। গ্রামাঞ্চলে সংখ্যাটা ১৩.৮ শতাংশ। সেই সংখ্যাটাও আবার বেড়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে দেশের বেকার যুবসমাজের মধ্যে হতাশা ক্রমশই বেড়ে চলেছে। দেখা গিয়েছে কাজ চাওয়ার প্রবণতাও কমেছে। মে মাসে যেখানে ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে ৪২.১ শতাংশ মানুষ কাজ খোঁজার চেষ্টা করছিলেন, জুন মাসে কাজ খোঁজার চেষ্টা করছেন মাত্র ৪১ শতাংশ। বাকিরা আর নতুন করে চেষ্টা করছেন না, যা রীতিমত উদ্বেগজনক।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

39 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago