জনবহুল সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি

প্রতিদিনই সল্টলেক (Saltlake) সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাট থাকে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ লোকজনের যাতায়াত থাকে।

Must read

প্রতিদিনই সল্টলেক (Saltlake) সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাট থাকে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ লোকজনের যাতায়াত থাকে। সেই সল্টলেকে এই ঘটনা ঘটে যাবে ঘুণাক্ষরেও টের পাওয়া যায় নি। সল্টলেক সিটি সেন্টারেরের বাইরে একটি টায়ারের দোকান থেকে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে বলে খবর। এলাকাবাসীরা জানিয়েছেন সিটি সেন্টার ওয়ান বেশ জনবহুল। মানুষজনের যাতায়াত চলতেই থাকে। এই জনবহুল এলাকার দোকানের মধ্যেও কীভাবে চুরি হতে পারে এই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। প্রথম থেকেই মনে করা হচ্ছিল পরিচিত কেউই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে কারণ তিনি সন্দেহের বাইরে থাকবেন।

আরও পড়ুন-নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা হত্যাকাণ্ডে নয়া মোড়

চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই দোকানের ভিতরে থাকা সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এবার সেই ফুটেজ দেখেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর দোকানেরই এক কর্মচারিকে ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তিনিই ওই দোকান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন দোকানে। তবে সুযোগ বুঝে চুরির পরিকল্পনা করে ফেলেছিলেন কিন্তু হয়তো মাথায় ছিল না দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে।

 

Latest article