আন্তর্জাতিক

হুথি জঙ্গিদের উপর আমেরিকা-ব্রিটেনের ক্ষেপণাস্ত্র হানা, হত ৫

প্রতিবেদন : মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির আঁচ এবার লোহিত সাগরে। হুথি জঙ্গিগোষ্ঠীর (Houthi Militia) একপেশে হামলার প্রত্যুত্তর দেওয়া শুরু করল আমেরিকা ও ব্রিটেনের যৌথবাহিনী। ইয়েমেনে আশ্রয় পাওয়া হুথি জঙ্গিদের নিকেশ করতে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করল দুই দেশের বাহিনী। ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই আক্রমণের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথি। বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্রিটেন ও আমেরিকাকে।
ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই লোহিত সাগর, ইডেন উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা শুরু হয়। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপনাস্ত্র প্রয়োগ করা হয়। কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অনেকক্ষেত্রে আমেরিকার মিসাইল ড্রোন হামলা প্রতিহত করে। তবে এই সব ঘটনার প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য করিডরে এবং আন্তর্জাতিক সম্পর্কে। এরপরই ইংল্যান্ড ও আমেরিকা একযোগে এই জঙ্গি হামলার প্রত্যুত্তর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে এই বাণিজ্য করিডরের নিরপত্তা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ভারতও আমেরিকার পাশে থাকার আশ্বাস দেয়।
শুক্রবার ভোরে আমেরিকা ও ব্রিটেনের জাহাজ, ডুবোজাহাজ ও বোমাড়ু বিমান থেকে হামলা চালানো শুরু হয় ইয়েমেনে থাকা হুথি গোষ্ঠীর (Houthi Militia) ঘাঁটিগুলির উপর। মূলত ড্রোন হামলা চালানো হত যে সব ঘাঁটি থেকে, তা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে ব্রিটেন। হামলা চালানো হয় বিমানঘাঁটিগুলিতেও। হামলার পর হুথি জঙ্গিরা অনেকটা ভিতরের দিকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে। হামলার পর এদিন ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র হুঁশিয়ারি দেন, এইভাবে আক্রমণ চালিয়ে বোকামি করেছে আমেরিকা ও ব্রিটেন। অণুতে পরিণত হলেও এই নির্লজ্জ আক্রমণের জবাব দেওয়া হবে। এই ঘটনায় মৃত ৫ জন সাধারণ নাগরিক না জঙ্গি, সেই পরিচয় প্রকাশ করেনি হুথি।

আরও পড়ুন-নির্বাচন কমিশনার নিয়োগে কেন বাদ প্রধান বিচারপতি?

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago