সংবাদদাতা কোচবিহার : এনআরসি, সিএএ-র (NRC- CAA) নাম করে যারা এখানে যে কোনও ধর্মের বাঙালিদের তাড়ানোর চেষ্টা করবে, সেই দলকে আমরা রাজ্যছাড়া করব। ২১শেও করেছি, ভবিষ্যতেও করব। রবিবার বিকালে দিনহাটা-২ ব্লকের চান্দেরকুঠি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে এক কনভেনশনে একথা বললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এদিন দিনহাটা (Dinhata) বিধানসভা কেন্দ্রভিত্তিক তৃণমূল কংগ্রেস সমর্থিত সংখ্যালঘু সেলের কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা-২ ব্লকের সভাপতি দীপককুমার ভট্টাচার্য, আব্দুল সাত্তার, আব্দুল বারি মাজাহারি, বীরেন বর্মন সহ অন্যরা। এদিনের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হওয়া মানে বাঙালি শক্তিশালী হওয়া। সেই বাঙালি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেকোনও ধর্মের হতে পারেন। সব ধর্মের মধ্যেই বাঙালি রয়েছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা আরও এগিয়ে যাবে। বাংলাকে ভারতবর্ষের প্রথম সারিতে নিয়ে যাবেন। সেই কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’’ উল্লেখ্য, বিজেপি উন্নয়ন না করে যে বিভেদের রাজনীতি করছে তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। কোনও প্রয়োজনে বিজেপির নেতা-মন্ত্রীদের পাশে পান না স্থানীয় মানুষ। এমনকী শ্রমিকদের প্রতি বঞ্চনা তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে একের পর এক আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা এবং সাধারণ মানুষও তাঁদের সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির ভেদাভেদের রাজনীতি আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সাধারণ মানুষ এই বিভেদ মেনে নেবেন না। তাঁরাই এর সমুচিত জবাব দেবেন।