সীমান্তে বিএসএফের ব্যর্থতা নিয়ে উদয়ন গুহের পোস্ট

সীমান্তে জমিতে কৃষিকাজ করতে যাওয়া এক ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ উঠেছে৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : সীমান্তে জমিতে কৃষিকাজ করতে যাওয়া এক ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ উঠেছে৷ এমনকী সেই কৃষককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ দিনহাটার নোটাফেলা সীমান্তের ঘটনা৷ অভিযোগ, কাঁটাতারের ওপারে থাকা জিরো খতিয়ানের জমিতে ভারতীয়দের কৃষিজমি থেকে অবাধে ফসল লুটপাট এবং চাষের কাজে জলসেচে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুন-ড্র করে চাপ বাড়ল ভারতের

বারংবার বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও বিএসএফ উদাসীন বলে গুরুতর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরিস্থিতি মোকাবিলায় দিনহাটা ২ ব্লকের নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের সীমান্ত নোটাফেলা এলাকায় গিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দিনহাটা মহকুমা শাসক বিধুশেখর, দিনহাটা ২ ব্লক বিডিও নীতীশ তামাং, দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র।

Latest article