সংবাদদাতা, কোচবিহার : বিজেপির সাংসদের হাতে আক্রান্ত সন্ন্যাসীর পাশে দাঁড়ালেন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার আক্রান্ত সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন মন্ত্রী। সাক্ষাতের পর মন্ত্রী বলেন, সন্ন্যাসীকে সবাই শ্রদ্ধা করেন, ভালবাসেন। তাঁর মতো পরোপকারী একজন সন্ন্যাসীকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের বিরুদ্ধে। যে বিজেপির সাংসদ নিজেকে স্বঘোষিত মহারাজ বলেন। অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত৷
আরও পড়ুন-দশমী থেকে শুরু হল হেমতাবাদের চণ্ডীরূপী দুর্গার আরাধনা
অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবিতে সিতাইয়ের এলাকাবাসী সরব হয়েছেন৷ আশ্রমের আবাসিক ও গ্রামবাসীরা বলেন, গ্রামের দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ানো ও সামাজিক কাজ করেন এই সন্ন্যাসী। তাঁকে যেভাবে নিগ্রহ করা হয়েছে এর বিরুদ্ধে অনন্ত মহারাজকে গ্রেফতার করতে হবে পুলিশকে। এই ঘটনায় এলাকায় সোমবার ছিল থমথমে পরিবেশ। তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, সন্ন্যাসীকে যেভাবে গলাধাক্কা দেওয়া হয়েছে, জঘন্য ভাবে অপমান করেছেন বিজেপির সাংসদ এটা লজ্জার। বিজেপির দলের এমনই রুচি। তিনি নিজে দিল্লিতে আছেন তবে দলের প্রতিনিধিদের পাঠানো হয়েছে আশ্রমে। যাতে তাঁরা সন্ন্যাসীদের পাশে থাকেন। যাতে বিজেপি কোনও আতঙ্কের পরিবেশ সিতাই এলাকায় তৈরি না করতে পারে সেজন্য তৃণমূল কংগ্রেস সজাগ আছে। উল্লেখ্য, আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে মারধর অভিযোগ উঠেছে বিজেপির রাজ্যসভার সংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিতাই এলাকা। অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা৷ অভিযোগ, রবিবার দশমীর সন্ধ্যায় সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে এসেছিলেন অনন্ত মহারাজ। ধর্মীয় আলোচনা ঘিরে আশ্রমের সন্ন্যাসী বিজ্ঞেনানন্দ তীর্থ মহারাজের সঙ্গে বচসা শুরু হয় অনন্তের৷ সেই সন্ন্যাসী উঠে চলে যাওয়ার সময় তাঁকে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ উঠেছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। অনন্ত মহারাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কর্মীরাও ছিলেন৷ অনন্ত মহারাজ কনভয় নিয়ে আশ্রম ছেড়ে রওনা হয়ে যান৷ এদিকে আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে নিগ্রহের প্রতিবাদে ক্ষেপে ওঠেন আশ্রম লাগোয়া গ্রামবাসীরা৷ আশ্রমের সন্ন্যাসী বিজ্ঞেনানন্দ তীর্থ মহারাজ বলেন, সাংসদ যে আশ্রমে আসবেন তা জানতেন না তাঁরা। তবে অনেক ভক্ত আসেন আশ্রমে৷ তিনিও এসেছিলেন৷ তবে তিনি যে এমন দুর্ব্যবহার করবেন তা ভাবেননি। তিনি একজন সন্ন্যাসী৷ তাঁর কোনও অভিযোগ নেই। তবে আশ্রমের কোষাধ্যক্ষ স্বপন কুমার পাটোয়ারি রবিবার রাতে সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।