সংবাদদাতা, হাওড়া : উদয়নারায়ণপুর ও আমতার বন্যা নিয়ন্ত্রণের কাজকর্ম খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন বিধানসভার সেচ দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিধানসভার সেচ দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীর জানার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল উদয়নারায়ণপুর ও আমতা পরিদর্শনে আসে। সমীর জানার সঙ্গেই ওই দলে ছিলেন বিশ্বজিৎ মণ্ডল, দেবেশ মণ্ডল, আব্দুল রহিম কাজি, পান্নালাল হালদার। এছাড়াও ছিলেন এলাকার তিন বিধায়ক সমীর পাঁজা, ডাঃ নির্মল মাজি ও সুকান্ত পাল। ছিলেন সেচ দফতরের আধিকারিক ও হাওড়া জেলা প্রশাসনের কর্তারা। তাঁরা প্রথমে উদয়নারায়ণপুরের পেঁড়োয় যান। সেখানে বন্যা প্রতিরোধের কাজকর্ম ঘুরে দেখেন। এরপর উদয়নারায়ণপুরের পালিয়াড়া থেকে বকপোঁতা ব্রিজের নদীবাঁধ পরিদর্শন করেন তাঁরা। এরপর সেখানে একটি প্রশাসনিক বৈঠকও করেন। সেখান থেকে আমতার মান্দারিয়া খাল ও দামোদরের বাঁধ ঘুরে দেখেন তাঁরা। এরপর আমতাতেও একটি প্রশাসনিক বৈঠক করেন। আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা প্রতিরোধের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীর জানা বলেন, ‘‘যেভাবে কাজ হচ্ছে তাতে আগামী দিনে এই এলাকায় বন্যা সমস্যার স্থায়ী সমাধান হবে। ডিভিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ার কারণেই জলভাসি হয় উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা।’’