প্রতিবেদন : মহাসংকটে মহারাষ্ট্রের মহাজোট। শিবসেনা বিধায়কদের একাংশের বিক্ষোভের ফলে মহাবিকাশ আগাড়ি সরকার পতনের মুখে। এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে আসরে নেমেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গোটা পরিবার। অসুস্থ শরীর নিয়ে একের পর এক বৈঠক করছেন উদ্ধব নিজে। গত কয়েকদিন ধরেই দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে পথে নেমেছেন উদ্ধবের ছেলে আদিত্য।
আরও পড়ুন-তিস্তাকে গ্রেফতারের নিন্দায় রাষ্ট্রসংঘ
আর এবার আসরে নামলেন উদ্ধবের স্ত্রী রশ্মিও। বিক্ষুব্ধ বিধায়কদের মানভঞ্জনে তাঁদের স্ত্রীদের সঙ্গে কথা বললেন উদ্ধব-ঘরণী। বিদ্রোহীদের বুঝিয়েসুঝিয়ে দলে ফিরিয়ে আনার জন্য তাঁদের স্ত্রীদের আহ্বান জানালেন রশ্মি ঠাকরে। মুখ্যমন্ত্রী পত্নী সক্রিয় হতেই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে। জনা ২০ বিদ্রোহী বিধায়কের সঙ্গে ঠাকরে শিবিরের যোগাযোগ হয়েছে বলে খবর। প্রকাশ্যে কড়া মনোভাব দেখালেও ভিতরে ভিতরে গৃহযুদ্ধ মেটাতে চেষ্টা জারি রেখেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।