শিবসেনার দলীয় প্রতীকের মালিকানা চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল একনাথ শিণ্ডে শিবির। তাঁদের আবেদনের প্রেক্ষিতে শিণ্ডে এবং উদ্ধব দুই শিবিরের কাছেই উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শিণ্ডে শিবির জানিয়েছে, লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা দু’জায়গাতেই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত ৮
সেই কারণেই শিবসেনার দলীয় প্রতীক ‘তির-ধনুকে’র উপর তাদের অধিকার রয়েছে। সেই পদক্ষেপের বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে উদ্ধব শিবির। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে উদ্ধব শিবির সুপ্রিম কোর্টে পাল্টা বলেছে, অবিলম্বে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করা হোক। কারণ শিবসেনার সদস্যপদ সংক্রান্ত বেশ কিছু মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দলীয় প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। গত সপ্তাহেই শিবসেনার দলীয় প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল শিণ্ডে শিবির।