প্রতিবেদন: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে এক জরুরি বৈঠকে বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এবং শিবসেনার সুপ্রিমো উদ্ধব ঠাকরে৷ এই বৈঠকেই স্থির হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে বিষয়টি৷ সূত্রের দাবি, গত মাসে শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুম্বই সফর করার সময়ে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে যখন সাক্ষাত্ হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর, ঠিক তখনই ‘দিদি’কে একান্ত অনুরোধ করেছিলেন উদ্ধব, তাঁর হয়ে মহারাষ্ট্র ভোটের প্রচারে অংশ নেওয়ার জন্য৷ সেই সময় নেত্রী প্রস্তাবটি বিবেচনা করার কথা বলেছিলেন। বুধবার তৃণমূল সুপ্রিমোর মহারাষ্ট্রে প্রচারে যাওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত হাতে পাওয়ার পরেই ঘনিষ্ঠ মহলে সন্তোষ প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরে৷ তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদও জানিয়েছেন উদ্ধব নিজেই৷ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে উদ্ধব ঠাকরের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও আদিত্য ঠাকরে৷ ডেরেক বলেছেন, নেত্রী উদ্ধব ঠাকরের প্রস্তাবে সম্মত হয়ে মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রচারে অংশ নেবেন৷ বাংলার মুখ্যমন্ত্রী তাঁর প্রস্তাব গ্রহণ করেছেন বলে খুবই খুশি হয়েছেন উদ্ধব৷
আরও পড়ুন-অতিবৃষ্টিতে কজওয়ে ভেঙে দুর্ভোগ গ্রামবাসীর, বৃহস্পতিবারই মেরামতি শুরু, জানালেন বিধায়ক
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনা প্রক্রিয়ায় শামিল করার দাবি জানিয়েছে তৃণমূল। সেই দাবিকে সমর্থন জানিয়েছেন উদ্ধবও। বুধবার উদ্ধব ঠাকরে বলেন, বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রাখা উচিত। বাংলা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ফলে বাংলার সরকারকে পাশে নিয়েই এ ব্যাপারে এগিয়ে যেতে হবে। এদিন উদ্ধবের সঙ্গে আলাদা করে দেখা করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে এবং কে সি বেণুগোপাল।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…