প্রতিবেদন : লোকসভা ভোটের আগে রামমন্দির উদ্বোধন করে হিন্দু ভাবাবেগ উসকে দেওয়ার পাশাপাশি গুজরাতের গোধরার মতো কাণ্ড দেশের অন্যত্র করতে পারে নরেন্দ্র মোদির দল। গেরুয়া শিবিরের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অন্তর্ঘাত করে এই কাজ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিজেপির কৌশল সম্পর্কে এভাবে আগাম সতর্কবার্তা দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য হিসাবে বিজেপির সম্ভাব্য চক্রান্ত সম্পর্কে উদ্ধব বলেন, রামমন্দির উদ্বোধনের সময়ে যদি গোধরার মতো কোনও দুর্ঘটনা ঘটানো যায় তাহলে হিন্দুত্বের হাওয়া তুলে মেরুকরণ জোরদার হবে। সাম্প্রদায়িক দাঙ্গা করে লোকসভা ভোটের বৈতরণী পার হতে এটাই বিজেপির চেনা অস্ত্র। কাজেই বিরোধীদের এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন- ফের হিংসা মণিপুরে গুলিতে নিহত তিন
প্রসঙ্গত, ২০০২ সালে মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানো হয়েছিল। সেই দুর্ঘটনায় করসেবকদের মৃত্যু এবং গুজরাত জুড়ে দাঙ্গার প্রেক্ষাপটে অনেকেই মনে করেন, গোধরা ও পরবর্তী দাঙ্গার পিছনে গেরুয়া শিবিরের মদত ছিল। সেই ইতিহাস মনে করিয়ে সতর্ক থাকার কথা বলেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর কথায়, পরিকল্পিতভাবে কোথাও বাস পোড়ানো, কোথাও ঢিল ছোঁড়া, কোথাও গণহত্যার ঘটনা হতে পারে। আর এভাবে দেশে আগুন জ্বালিয়ে সেই আঁচে ভোটের রুটি সেঁকবে বিজেপি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটে জিততে বিজেপি পারে না, এমন কাজ নেই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…