প্রতিবেদন : লোকসভা নির্বাচনের মুখে এবার বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের নির্বাচনে জেতার জন্য তাঁর দাদা রাজ ঠাকরেকে চুরি করেছে বিজেপি। মঙ্গলবারই সামনে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। আর তাতে বেজায় ক্ষুব্ধ রাজের ছোট ভাই তথা বালাসাহেব-পুত্র উদ্ধব। শিবসেনা নেতার অভিযোগ, তাঁদের পরিবারকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির তাগিদে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে গেরুয়া শিবির। পাশাপাশি অমিত শাহের সঙ্গে রাজ ঠাকরের সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধবের অভিযোগ, প্রথমে বিজেপি বালাসাহেব ঠাকরের ছবি চুরি করল। তাতে কোনও লাভ না হওয়ায় লোকসভা নির্বাচনের আগে আরেক ঠাকরেকে চুরি করার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এরপরই উদ্ধবের (Uddhav Thackeray) হুঁশিয়ারি, আরেক ঠাকরেকে নিয়ে গেলেও লাভ কিছুই হবে না বিজেপির। কারণ আমি এবং আমার সমর্থকরাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে যথেষ্ট। সরাসরি মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে উদ্ধবের দাবি, আর যাই হোক প্রধানমন্ত্রী মোদির নামে মহারাষ্ট্রে কোনওমতেই জিততে পারবে না বিজেপি। মহারাষ্ট্রের মানুষ শুধুমাত্র ঠাকরের নামেই ভোট দেন। সেটা বুঝেই চুরির কাজ শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, শিবসেনা থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে। এবার শাহী সাক্ষাতের পর জল্পনা, রাজকে সামনে রেখে মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’-এর পরিকল্পনা করছে গেরুয়া শিবির। যদিও তাতে বিজেপির উদ্দেশ্যপূরণ হবে না বলে সাফ জানিয়েছেন উদ্ধব।
আরও পড়ুন- অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না ইডি: সুপ্রিম কোর্ট
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…