প্রতিবেদন : সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির প্রতিনিধিরা। হস্টেলে এক পড়ুয়ার রহস্যমৃত্যুর জেরে বিশ্ববিদ্যালয়ের কাছে দফায় দফায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল ইউজিসি। ক্যাম্পাসে সিসিটিভি না থাকার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা-সহ বহু বিষয় নিয়েই প্রশ্ন তোলে তারা। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমনকী ইউজিসির দেওয়া গাইডলাইনও মানছে না বিশ্ববিদ্যালয়, উঠে এমনও অভিযোগ।
আরও পড়ুন-কর্মক্ষেত্রে মানসিক চাপে বিপর্যস্ত, মৃত্যুর আগে স্ত্রীকে মেসেজ, সল্টলেকের বহুতল থেকে মরণঝাঁপ !
কিন্তু বিশ্ববিদ্যালয়ের জবাবে সন্তুষ্ট হতে পারেনি ইউজিসি। যদিও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন তাঁদের উত্তরে সন্তুষ্ট হয়েছে ইউজিসি। তাই এবার সরেজমিনে গোটা পরিস্থিতি দেখতে আসছেন ইউজিসির প্রতিনিধিরা। এরই মধ্যে তাঁদের টিমের আসা নিয়ে ক্যাম্পাসে নতুন করে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের সঙ্গে কথা বলবে ইউজিসির এই বিশেষ দল। ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি, ঘটনা পরবর্তী পরিবেশ বোঝারও চেষ্টা করবেন তাঁরা। ছাত্রমৃত্যুর ঘটনায় গভীর ভাবে উদ্বিগ্ন তাঁরা। সে কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ৪ সদস্যের প্রতিনিধি দল কয়েকদিন থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন। এদিকে ক্যাম্পাসে কবে সিসি ক্যামেরা বসতে চলেছে তা এখনও নির্দিষ্ট ভাবে জানাতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…