বেনিয়মের অভিযোগ উঠতেই ইউজিসি-নেট পরীক্ষা বাতিল কেন্দ্রের!

Must read

দেশজুড়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্কের মাঝেই বাতিল নেট পরীক্ষা (UGC-NET 2024)। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। একইসঙ্গে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সুখবর, সিনেমা হলে কমল বাংলা ছবি দেখানোর খরচ

১৮ জুন দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলো নির্বাচনের জন্য ইউজিসি নেট পরীক্ষা (UGC-NET 2024) নেওয়া হয়। সারা দেশে ৩১৭ শহরে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে। এনটিএর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট। এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়। প্রাথমিকভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কলে পরীক্ষা নিয়ে হবে তা পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Latest article