পিছিয়ে গেল UGC NET-এর ১৫ জানুয়ারির পরীক্ষা!

Must read

পিছিয়ে গেল ইউজিসি-নেট-এর (UGC NET) পরীক্ষা। ১৭টি বিষয়ের পরীক্ষা পিছলো। ১৫ জানুয়ারি এই পরীক্ষা হওয়ায় কথা ছিল। মকর সংক্রান্তি, পোঙ্গলের মতো উৎসব উপলক্ষ্যেই পরীক্ষা (UGC NET) পিছিয়ে দেওয়া হয়েছে বলে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে। তবে পরীক্ষার নতুন দিন এখনও জানানো হয়নি। তবে ১৬ জানুয়ারি যে পরীক্ষা ছিল, তা নির্ধারিত সূচি মেনেই হবে।

আরও পড়ুন- টানা ৪ দিন বন্ধ ডানকুনি-শিয়ালদহ লোকাল! দুর্ভোগ যাত্রীদের

Latest article