প্রতিবেদন: পদত্যাগ করলেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী (UK Deputy Prime Minister) ডোমিনিক রাব (Dominic Raab)। সরকারি কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগে শুক্রবার পদত্যাগ করেন। রাবের (Dominic Raab) পদত্যাগ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার জন্য বড় ধাক্কা। নতুন উপ-প্রধানমন্ত্রী হচ্ছেন অলিভার ডাউডেন। ট্যুইটারে পোস্ট করা পদত্যাগপত্রে রাব লেখেন, সরকারি কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্যে করার ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি উপপ্রধানমন্ত্রী ও বিচার বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন-গদ্দারের মিথ্যাচারের রাজনীতি প্রকাশ্যে, কেন্দ্রের রিপোর্টেই ফাঁস হল আসল তথ্য