অঙ্ক বাধ্যতামূলক

Must read

আগামী দিনে ১৮ বছর বয়স পর্যন্ত সব পড়ুয়ার ক্ষেত্রে অঙ্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার (Compulsory math- UK)। সংবাদসংস্থা বিবিসি এই খবর দিয়েছে। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুনক নিজে দিন কয়েকের মধ্যেই বিষয়টি জানাবেন। কয়েক বছর আগেও পড়াশোনা বা গবেষণার কথা উঠলে প্রথম দিকেই ব্রিটেনের নাম শোনা যেত। কিন্তু আচমকাই পঠন-পাঠনের মান কমতে শুরু করে। গবেষণার দিকে আগ্রহ ক্রমশ কমতে থাকে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পড়ুয়াদের অঙ্ক (Compulsory math- UK) নিয়ে পঠন-পাঠন ছিল ঐচ্ছিক। কোনও পড়ুয়া অঙ্ক নিয়ে পড়তে না চাইলে, তাকে সে বিষয়ে পড়ার ব্যাপারে জোরাজুরি করা যায় না। কিন্তু এবার সেই ব্যবস্থার ইতি ঘটতে চলেছে। প্রধানমন্ত্রী মনে করছেন, পডু়য়াদের অঙ্কে অনীহা। তারা অঙ্ক নিয়ে পড়াশোনা না করলে মেধা-বুদ্ধির বিকাশ ঘটবে না।

আরও পড়ুন-আইপিএলের শুরুতে গ্রিন শুধুই ব্যাটার

Latest article