প্রতিবেদন : রাশিয়ার বিরুদ্ধে বড়সড় পাল্টা আঘাত হানল ইউক্রেনীয় (Ukraine) সেনা। মস্কোর তরফে দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনা ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালে (Missile Attack- Russia Hospital) ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই ঘটনায় ১৫ জনের প্রাণ গিয়েছে। হাসপাতালের কর্মী ও রোগী মিলিয়ে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই হাসপাতালটি পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত এলাকায় অবস্থিত। তবে রাশিয়ার (Missile Attack- Russia Hospital) এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কি সরকার। যদিও তারা ব্লাহোদাতনেতে হামলা শুরু করার কথা জানিয়েছে। ডনেৎস্কের আরও ১৩টি রুশ সেনা ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে। প্রায় এক বছর ধরে রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা করছে ইউক্রেন। এক বছরের যুদ্ধে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের একটা বড় অংশ নিজেদের দখলে রেখেছে রাশিয়া। ওই সমস্ত হারানো এলাকা পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে লড়ছে ইউক্রেনীয় সেনা। রাশিয়াকে পাল্টা দিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে জেলেনস্কি বাহিনী।
আরও পড়ুন-সর্বদল বৈঠকে জরুরি দাবি তুলল তৃণমূল