প্রতিবেদন: যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনের উপর বড় ধরনের হামলা চালিয়েছিল। কিন্তু দীর্ঘ ১৬ মাস পর যুদ্ধ পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। আমেরিকা ও পশ্চিমি দেশগুলির থেকে অস্ত্র সাহায্য পেয়ে রাশিয়ার হামলার জবাব দিচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা এলাকাতেও হামলা চালাচ্ছে কিয়েভ। সম্প্রতি ইউক্রেনের হামলায় ক্রিমিয়ায় একটি সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্রিমিয়া দ্বীপের সঙ্গে ইউক্রেনের দক্ষিণাংশের সঙ্গে সংযোগ করেছে ওই সেতু। দক্ষিণ ইউক্রেনের ওই অংশ বর্তমানে রাশিয়ার দখলে। রাশিয়া তরফেই ওই ব্রিজের উপর হামলার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন-ভারতে আক্রান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা, ওয়াশিংটন পোস্টে পাতাজোড়া সাদা-কালো বিজ্ঞাপনে প্রতিবাদ
২০১৪ সাল থেকেই ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপ রয়েছে রাশিয়ার দখলে। ইউক্রেনের খেরসন অঞ্চলও গত বছর ছিনিয়ে নিয়েছে রাশিয়া। এই দুই এলাকা চোংগার সেতুর মাধ্যমে সংযুক্ত। বুধবার মাঝরাতে ইউক্রেনের হামলায় সেই সেতুর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্রিমিয়ার গভর্নর ভ্লাদিমির সালদো। রাশিয়ার দখলে থাকা এলাকাগুলি ফিরে পেতে মরিয়া ইউক্রেন। সেই লক্ষ্যেই ওই সব এলাকায় হামলা চালাচ্ছে তারা।