রাশিয়ার হামলায় আরও একটি শহর হারাতে চলেছে ইউক্রেন

Must read

প্রতিবেদন: সবমিলিয়ে একলাখ রুশসেনা। তার মধ্যে ইতিমধ্যেই যুদ্ধে শামিল ৫০ হাজারেরও বেশি রুশ সেনা।সঙ্গে বিপুল ড্রোন ও যুদ্ধবিমান। গত সপ্তাহে এই বিপুল সামরিক বহর নিয়ে উত্তর এবং পূর্ব ইউক্রেনে নতুন উদ্যমে আগ্রাসন শুরু করেছে রাশিয়া (Ukraine- Russia)। মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, রুশ বাহিনী পরিকল্পিত ছকে ইতিমধ্যেই উত্তর-পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির ১৯ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। এই শহর এখন ইউক্রেনের হাতছাড়া হওয়ার মুখে। রুশ ভূখণ্ড কুর্স্ক ইউক্রেনের দখলমুক্ত করার পর চলতি মাসের গোড়া থেকে ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন করে স্থলপথে আক্রমণ শুরু করেছে। পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকায় অধিকাংশ শহর-সহ ৫০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল সিরস্কি রুশ ফৌজের অগ্রগতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, সংখ্যার নিরিখে ওরা আমাদের ছাপিয়ে গিয়েছে। ঘটনাচক্রে স্থলযুদ্ধে এলাকা দখলের চিরাচরিত সামরিক কৌশলই এক্ষেত্রে ব্যবহার করছে রাশিয়া। যদিও প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ইউক্রেন (Ukraine- Russia) ফৌজও মরণপণ প্রতিরোধ চালাচ্ছে।

আরও পড়ুন-জেহানাবাদে ১০০ কোটি টাকার সড়ক প্রকল্প ঘিরে বেলাগাম নয়ছয়

Latest article