যুদ্ধ সাজা–পাল্টা সাজা

Must read

প্রতিবেদন : ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের (Ukraine) মাটিতে রুশ আগ্রাসনের শুরু। তারপর এই প্রথম যুদ্ধাপরাধে অভিযুক্ত এক তরুণ রুশ সেনাকে সাজা দিল ইউক্রেন (Ukraine)। সোমবার বিবিসির খবর, মাত্র ২১ বছর বয়সি রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের এক আদালত। ইউক্রেনের সুমি এলাকায় চুপাখিভকা গ্রামে ৬২ বছর বয়সি এক প্রবীণ নাগরিক আলেকজান্ডার শেলিপভকে মাথায় গুলি করে মারে সাজাপ্রাপ্ত ভাদিম। অপরাধের জন্য আদালতে ক্ষমাও চায়। তবে বিচারকরা তাকে কঠোর সাজাই দিলেন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভার বক্তব্য, ৪১ রুশ সেনার বিরুদ্ধে হামলা, ধর্ষণ ও লুটপাটের অপরাধে মামলা দায়ের হচ্ছে। ভাদিমের সাজার ব্যাপারে মুখ খুলেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভাদিম শিশিমারিনকে নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। ভাদিমের সাজার পাল্টা হিসেবে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করা দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ড্যানিস পুসিলিন জানিয়েছেন, মারিউপোলের আজভস্টাল থেকে যেসব ইউক্রেনীয় যোদ্ধা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন তাঁদেরও উপযুক্ত আইনি বিচার করে সাজা দেওয়া হবে৷ রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে রুশপন্থী এই বিচ্ছিন্নতাবাদী নেতা বলেন, আজভস্টালের বন্দিরা দোনেৎস্ক পিপলস রিপাবলিকে আটক আছে। এই অঞ্চলেই একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করার পরিকল্পনা নিয়েছি আমরা।

আরও পড়ুন: কৃষিজমি বাঁচাবে মানবমূত্র, নয়া গবেষণায় তথ্য

Latest article