প্রতিবেদন : ইউরোপীয় ইউনিয়ন তাদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অহেতুক টালবাহানা করছে বলে এবার প্রবল ক্ষোভ জানাল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা হতাশাজনক বলে কড়া বার্তা দিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা।
আরও পড়ুন-নৌসেনায় অফিসার থেকে নাবিক, অসংখ্য পদ ফাঁকা, সংসদে স্বীকার কেন্দ্রের
ইউক্রেনের অধিকার নিয়ে বলতে গিয়ে কুলেবার দাবি, ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ নিয়ে আলোচনাই এই মুহূর্তে অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। সেই আলোচনা না হলে তা কিয়েভ এবং ইউরোপীয় ইউনিয়ন, দু’পক্ষের জন্যই ধ্বংসাত্মক হবে।
আরও পড়ুন-চলন্ত গাড়িতেই গণ.ধর্ষণ, ফের প্রশ্নের মুখে যোগীরাজ্য
আগামী বৃহস্পতি ও শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি আলোচনায় বসছে, যেখানে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরো সাহায্য নিয়ে আলোচনা হবে। বলা হচ্ছে এক্ষেত্রে বড় বাধা আমেরিকা, যাদের সাহায্যের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে যাবেন। তবে এখন আমেরিকার সঙ্গে আলোচনার থেকেও ইউক্রেন বেশি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আলোচনাসভায় সদস্যপদ নিয়ে সিদ্ধান্তকে। বিদেশমন্ত্রী কুলেবা এই বিষয়টিকে ‘মাদার অফ অল ডিসিশনস’ বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত না নেওয়া হলে কিয়েভের উপর বিরাট নেতিবাচক ও ধ্বংসাত্মক প্রভাব পড়বে।