চূড়ান্ত গাফিলতি! তারপরেও বাড়ল আইবি প্রধানের মেয়াদ, সরব ব্রাত্য বসু

মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৩০ জুন, ২০২৫ এবার আরও এক বছরের জন্য গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে ডেকার চাকরির মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।

Must read

২৬ জনের রক্ত এখনও তাজা পাহেলগাঁওয়ের (Pahalgam) বৈসরণ উপত্যকায়। কিন্তু ঘটনার এতদিন কেটে গেলেও কেন্দ্রের তরফে একাধিক প্রশ্নের এখনও সদুত্তর নেই। সোমবার এই নিয়ে কেন্দ্রের কাছে পাঁচটি প্রশ্নের জবাব চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই একই সুরে মোদী সরকারের কাছে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) চিফ তপন ডেকারের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

আরও পড়ুন-রাজ্যের শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা, বোর্ড পরিবর্তনের জন্য ৭ রাজ্যকে সুপারিশ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

আইবি প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো মেয়াদ বৃদ্ধি হল সন্ত্রাস দমন বিশেষজ্ঞ তপন ডেকারের। ডেকাকে ২০২২ সালের জুন মাসে দুই বছরের জন্য গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০২৪ সালের জুন মাসে এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ফের একবার গোয়েন্দা ব্যুরো (আইবি) প্রধান তপন কুমার ডেকার ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরের জন্য নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৩০ জুন, ২০২৫ এবার আরও এক বছরের জন্য গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে ডেকার চাকরির মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন-৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ জানাল গিল্ড

এই বিষয়ে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রশ্ন তুললেন ব্রাত্য বসু। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ”কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন ভারতীয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে গোয়েন্দা সংস্থা জঙ্গি অনুপ্রবেশের ঘটনাটি সনাক্ত করতেও ব্যর্থ হয়েছিল। কিন্তু তাঁর কাছে জবাব চাওয়ার পরিবর্তে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরবে আইবি প্রধানের নিয়োগের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। এটা কি ন্যায়বিচার নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা?”

Latest article