সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু (Dengue) প্রতিরোধে এবার বিশেষ অভিযান শুরু করল উলুবেড়িয়া পুরসভা। পুরসভার তরফে বিভিন্ন স্কুল-কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মহকুমা শাসকের দফতর, বিডিও অফিস, আদালত চত্বর-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বহুতল ভবনগুলিতে অভিযান চালানো হয়। ওই সব জায়গায় সংলগ্ন নিকাশি নালাগুলি পরিষ্কার করে মশার লার্ভা নষ্ট করার পাশাপাশি আগাছাগুলি সাফ করা হয়। সেই সঙ্গে প্রতিটি এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো, ফগিল মেশিন দিয়ে স্প্রে ও মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। প্রতিটি এলাকায় ওয়ার্ডের কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে অভিযানের তদারকি করেন। এর পাশাপাশি প্রতিটি এলাকায় ডেঙ্গু (Dengue) নিয়ে মানুষকে সচেতন করারও কাজ চলছে। এ জন্য উলুবেড়িয়ার ৩২টি ওয়ার্ডেই পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গিয়েছে। খোলা জায়গায় কোথাও কোনও জল জমিয়ে রাখা আছে কি না অনুসন্ধান করে দেখা হচ্ছে। এমন ঘটনা চোখে পড়লে সেই বাড়ির লোকেদের ওভাবে জল জমিয়ে রাখার বিষয়ে সতর্ক করার পাশাপাশি নিষেধ জারি করাও হচ্ছে। কোনও বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত হয়েছে কি না সে বিষয়েও খোঁজখবর নেওয়া শুরু করা হয়েছে পুরসভার তরফে। উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস বলেন, ‘‘কয়েকটি এলাকার দু-একজন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিললেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। তবুও আমরা ডেঙ্গুর প্রকোপ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছি। কাউন্সলির ও পুরকর্মীরা এ বিষয়ে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন।’’
আরও পড়ুন: বিরোধী দলনেতার শহরে মুখ পুড়ল পদ্ম শিবিরের