প্রতিবেদন : আর রেলগাড়ি দেখতে যাওয়া হবে না! ভাইয়ের সঙ্গে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে কুড়োতে যাওয়া হবে না আম। না-ফেরার দেশে উমা দাশগুপ্ত (Uma Dasgupta) ওরফে পথের পাঁচালীর দুর্গা। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার সকাল ৮টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে উমা দাশগুপ্তের (Uma Dasgupta) জীবনাবসান ঘটে। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর। প্রাথমিক চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারও শরীরে বাসা বাঁধে তাঁর। শেষ রক্ষা হল না। চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। এর পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।
আরও পড়ুন- অভিষেক-কন্যাকে কু-মন্তব্যে সুপ্রিম স্থগিতাদেশ সিবিআই-এ, সিটের ৭ সদস্যের নাম দিল রাজ্য