ভারত-চিন সীমান্ত সংঘাত : বার্তা দিল পেন্টাগন-রাষ্ট্রসংঘ

Must read

প্রতিবেদন : ভারত-চিন সংঘর্ষের (India-China border clash) উত্তাপ পৌঁছল রাষ্ট্রসংঘের মঞ্চেও। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস (UN Secretary-General Antonio Guterres) ভারত-চিন সীমান্ত (India-China border clash) থেকে যত দ্রুত সম্ভব সেনা প্রত্যাহারের জন্য দুই দেশের কাছেই আর্জি জানালেন। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে ভারতের পাশে থাকার বার্তা দেওয়া হল৷ চলতি মাসের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ভারতের জমিতে প্রবেশ করার চেষ্টা করে লালফৌজের প্রায় ৩০০ সদস্য। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দুই দেশের তরফেই জানানো হয়েছে, সংঘর্ষে হতাহতের কোনও খবর নেই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থা স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। মহাসচিব গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, আমরা রিপোর্ট দেখেছি। ওই এলাকায় দ্রুত সেনা প্রত্যাহার করা দরকার। ওই অঞ্চলে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় দুই দেশকেই তা নিশ্চিত করতে হবে। শান্তি প্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দিক ভারত–চিন। এদিকে তাওয়াংয়ের ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্রমশই আগ্রাসী হয়ে উঠছে বেজিং। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার বলেছেন, সব আপত্তিকে উড়িয়ে দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ চালাচ্ছে চিন। আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলির বিরুদ্ধে চিন বেশি করে আগ্রাসন দেখাচ্ছে। তবে আমেরিকা মিত্র দেশগুলির সুরক্ষা সুনিশ্চিত করতে সব ধরনের সাহায্য করবে।

আরও পড়ুন-সৌদি-হারের পর সব ম্যাচই ছিল ফাইনাল

Latest article