প্রতিবেদন : সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে গ্রেফতারের কড়া নিন্দা করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, মানবাধিকার রক্ষা করা কখনওই কোনও অপরাধ নয়। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে রবিবার মেরি লওলর বলেছেন, তিস্তা হলেন ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর। মানবাধিকার রক্ষা করা কখনওই কোনও অপরাধ হতে পারে না। তিস্তাকে গ্রেফতারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
প্রসঙ্গত দু’দিন আগে গুজরাত দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-১৫ বিদ্রোহী বিধায়ককে এবার কেন্দ্রীয় নিরাপত্তা
শীর্ষ আদালতের নির্দেশের পরই তিস্তার বিরুদ্ধে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই অতিসক্রিয় হয়ে ওঠে বিজেপির তাঁবেদার গুজরাত পুলিশের জঙ্গিদমন শাখা। শনিবার সন্ধ্যায় মুম্বই শহর থেকে গ্রেফতার করা হয় তিস্তাকে। ইতিমধ্যেই গুজরাত পুলিশ যেভাবে অতিসক্রিয় হয়ে এই সমাজকর্মীকে গ্রেফতার করেছে তা নিয়ে দেশের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পুলিশের এই অতি সক্রিয়তাকে তীব্র কটাক্ষ করেছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন, বিজয় মালিয়া, নীরব মোদির মতো ব্যাঙ্ক প্রতারকরা বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের ধরার কোনও চেষ্টাই নেই মোদি সরকারের। কিন্তু একজন সমাজকর্মী, যিনি গুজরাতের প্রকৃত চিত্রটা সামনে এনেছিলেন তাঁকে গ্রেফতার করে বাহাদুরি দেখানো হচ্ছে।
আরও পড়ুন-বিজেপির কারসাজিতে জটিল, মহারাষ্ট্রে মহাসংকট
এদিকে তিস্তার গ্রেফতারি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, কংগ্রেসের অঙ্গুলিহেলনেই যাবতীয় কাজ করেছেন তিস্তা। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেছেন প্রবীণ কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি।