সোমনাথ বিশ্বাস: একুশে জুলাই “উলুবেড়িয়া চলো” কর্মসূচি ছিল রাত ৮টার পর। আদালতের নির্দেশ অনুযায়ী ওই সময় দেওয়া হয়। নিজের দৌড় বুঝতে পেরে উলুবেড়িয়া যাওয়ার আর সাহস দেখাননি শুভেন্দু অধিকারী। উল্টে দেখা গেল একুশে দিনভর তৃণমূলের ধর্মতলার সমাবেশ আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে দিন কাটালেন রাজ্যের বিরোধী দলনেতা!
আরও পড়ুন-শুনানি পিছোল
শুভেন্দু ভেবেছিলেন চুপি চুপি সভা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন। কিন্তু সে গুড়ে বালি! ধরা পড়ে গেলেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তৃণমূলের একুশের সমাবেশ জমিয়ে উপভোগ করছিলেন শুভেন্দু। এবং যে পেজ তিনি ফলো করছিলেন, সেখানে “Watching Subhendu Adhikary” ফুটে ওঠে। অর্থাৎ, তিনি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া লাইভে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। সেই স্ক্রিন শর্ট এখন ভাইরাল।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে খরচ ৩.৫ কোটি, ধাওয়ানদের চার্টার্ড ফ্লাইট
আর এই ভাইরাল তরজার মধ্যেই একুশের সমাবেশ শুভেন্দু অধিকারী আরও অনেকে দেখছেন এরকম একটি স্ক্রিনশটও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি তো সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। কেন দেখছিলেন সেই উত্তরটা আগে দিন, তারপর ওনার বাকি কথার উত্তর দেবো”
আরও পড়ুন-২১শে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচিলতে বাড়ি দেখতে মানুষের ভিড়
প্রসঙ্গত, আগেই দাবি করা হয়েছিল, হাইকোর্টের রায়ে শুভেন্দুর মুখে পরোক্ষে চুনকালি পড়েছে। তাই একুশে জুলাই তাঁর নিজের কোনও এজেন্ডা থাকবে না। দিনভর তৃণমূল নেতানেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে হবে। এবং বাস্তবে তিনি সেটাই করেছেন! কিন্তু কিছু শিখেছেন কি?