অনিশ্চিত স্টুয়ার্ট, উদ্বিগ্ন মোহনবাগান, কাল সামনে ওড়িশা

জয়ের হ্যাটট্রিক করে রবিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে মোহনবাগানের উদ্বেগ বাড়িয়েছে গ্রেগ স্টুয়ার্টের চোট।

Must read

প্রতিবেদন : জয়ের হ্যাটট্রিক করে রবিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে মোহনবাগানের উদ্বেগ বাড়িয়েছে গ্রেগ স্টুয়ার্টের চোট। শনিবার তাঁকে অনুশীলনে দেখে কোচ জোসে মোলিনা সিদ্ধান্ত নেবেন, স্টুয়ার্টকে ওড়িশার বিরুদ্ধে খেলাতে পারবেন কি না। তবে শুক্রবার স্কটিশ তারকাকে দেখে মনে হয়েছে, তাঁর পক্ষে খেলা কঠিন।

আরও পড়ুন-যুবভারতীতে আজ ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান

শুক্রবারও অনুশীলন করতে পারেননি গ্রেগ। গাড়ি থেকে নেমে ক্লাবে ঢোকার সময় এবং মেডিক্যাল রুম থেকে বেরোনোর সময় তাঁকে সামান্য খোঁড়াতে দেখা গিয়েছে। ক্লাবের জিমেও এদিন কিছু সময় কাটিয়েছেন গ্রেগ। ওড়িশা যাওয়ার আগের দিন কোচ জোসে মোলিনা সাংবাদিক বৈঠকে এসে বললেন, ‘‘গ্রেগের শারীরিক অবস্থা খুব ভাল জায়গায় নেই। চোট রয়েছে। শনিবার দলের অনুশীলন রয়েছে। সেখানে ওকে দেখে সিদ্ধান্ত নেব।’’ স্প্যানিশ কোচ জানিয়েছে, তাঁর হাতে দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদের মতো খেলোয়াড় রয়েছেন। স্টুয়ার্টের অভাব তাঁরা ঢেকে দিতে পারেন। তবে গত কয়েকদিনের অনুশীলন দেখে মনে হয়েছে, স্টুয়ার্টের পরিবর্ত হিসেবে শুরু করতে পারেন দিমিত্রিই।
শেষ তিন ম্যাচে গোল হজম করেনি মোহনবাগান। তবু রক্ষণ নিয়ে চিন্তা পুরোপুরি কমেনি মোলিনার। তার উপর ওড়িশায় রয়েছে বাগানের বেশ কয়েকজন প্রাক্তনী। যাঁদের মধ্যে রয় কৃষ্ণ ও হুগো বুমোস মাথাব্যথার কারণ হতে পারেন। তবে মোলিনা বললেন, ‘‘ওদের খেলোয়াড়দের নিয়ে ওরা ভাববে। আমরা ওড়িশা দলটাকে নিয়ে ভাবছি। দু’জনেই ভাল ফুটবলার। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী।’’

Latest article