শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগে অস্বস্তি, প্রতিবাদ জানাল নয়াদিল্লি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কানাডার ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের হত্যার টার্গেট নিয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা।

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কানাডার ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের হত্যার টার্গেট নিয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। কানাডার প্রশাসনের শীর্ষস্তর থেকে ওঠা এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য কূটনৈতিক মহলে। ভাবমূর্তি রক্ষায় এবার সেই অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সেদেশের উপ-বিদেশমন্ত্রী অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন-দীপাবলির পর দূষণে বিশ্বরেকর্ড করল দিল্লি

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শনিবার বলেছেন, আমরা শুক্রবার কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে তলব করেছিলাম। গত ২৯ অক্টোবর অটোয়াতে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কার্যধারার রেফারেন্সে একটি কূটনৈতিক নোট তাঁকে হস্তান্তর করা হয়েছে। এই নোটে জানানো হয়েছে যে কানাডার উপ-বিদেশমন্ত্রী ডেভিড মরিসন সংসদীয় কমিটির সামনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ করেন। ওই মিথ্যা রেফারেন্সের জন্য ভারত সরকার কঠোর ভাষায় প্রতিবাদ করছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। উল্লেখ্য, কানাডা অভিযোগ করেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানা করার ষড়যন্ত্রের পিছনে ছিলেন। কানাডার উপ-বিদেশমন্ত্রী ডেভিড মরিসন সংসদীয় প্যানেলের পাশাপাশি ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রেও এবিষয়ে বলেন। তাঁর কথায়, শাহ এই চক্রান্তের পিছনে ছিলেন। এই অভিযোগ সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, কানাডা সরকারের করা অভিযোগগুলি উদ্বেগজনক এবং আমরা সেই অভিযোগ নিয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।

Latest article