নয়াদিল্লি : সঞ্চার সাথী অ্যাপ নিয়ে পরস্পরবিরোধী অবস্থা নিয়েছে মোদি সরকার মঙ্গলবার এই ইস্যুতে বিতর্ক শুরু হতেই সংশ্লিষ্ট মন্ত্রী গোটা বিষয়টি ঐচ্ছিক বলে দাবি করতে থাকেন। এই নিয়ে ফের একবার মোদি সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, সতর্কতার নামে রাষ্ট্রীয় নজরদারি! শুধু বড় ভাই নয়, অনেক ছোট ভাইও নজর রাখছে৷
আরও পড়ুন-খাই খাই নয়
নরেন্দ্র মোদি সরকার নিজেরাই সম্পূর্ণ অস্বচ্ছ৷ কিন্তু তারা দেশের নাগরিকদের ব্যক্তিগত জীবনে আক্রমণ করতে চায়৷ তৃণমূলের লোকসভার সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের ভাবনাটাই চূড়ান্ত অসাংবিধানিক৷ দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার আছে৷ সেই অধিকারে হস্তক্ষেপ কীভাবে করে মোদি সরকার? এই ভাবে আমজনতার ফোনে গায়ের জোরে অ্যাপ্লিকেশন লোড করিয়ে সাইবার ক্রাইম রোখা সম্ভব নয়৷ একই সুরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, ২০১৪ সাল থেকেই বিরোধী শিবির-সহ আমজনতার উপরে নজরদারি করেছে সরকার৷ ওরাই পেগাসাস নিয়ে এসেছিল৷ ওরাই আধার কার্ড নিয়ে একাধিক নির্দেশ জারি করেছিল৷ ওদের মাথার ঠিক নেই৷ ওরা যা ইচ্ছে তা করতে পারে না৷ দেশের মানুষ ওদের সেটা বুঝিয়ে দিচ্ছে৷

