প্রতিবেদন : দুই ম্যাচ হাতে রেখেই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল দল। আগের ম্যাচে আই লিগ টু-এ চ্যাম্পিয়নের খেতাবও নিশ্চিত করে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। আর শনিবার লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন জার্সি পরে মাঠেই সেলিব্রেশনে মেতে ওঠেন ডায়মন্ড হারবারের ফুটবলাররা। গ্যালারিতে সমর্থকরা ড্রাম বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে ফেডারেশনের তরফে প্রাক্তন ফুটবলার সুব্রত পাল চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন ডায়মন্ড হারবারের (DHFC) অধিনায়ক বিক্রমজিৎ সিংয়ের হাতে। এরপরই ট্রফি নিয়ে সেলিব্রেশন শুরু গোটা দলের। কোচ কিবু ভিকুনা এবং কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী মরশুমে আই লিগে খেলার জন্য দলগঠন নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- কেরিয়ার বাঁচানোর জন্য কল্যাণকে কাল জুনিয়র ডাক্তারদের সংবর্ধনা