ড্র করেই অপরাজিত চ্যাম্পিয়ন, নিহতদের স্মৃতিতে নীরবতা পালন, ডায়মন্ড হারবারকে ট্রফি দিলেন ক্রীড়ামন্ত্রী

জাতীয় দলের ডিরেক্টর প্রাক্তন ফুটবলার সুব্রত পাল এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিলেন ডায়মন্ড হারবারের অধিনায়ক বিক্রমজিৎ সিংয়ের হাতে

Must read

প্রতিবেদন : অপরাজিত থেকেই আই লিগ টু-এ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তবে শনিবার ঘরের মাঠে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জয় অধরা থাকল ডায়মন্ডের। ম্যাচ গোলশূন্য ড্র করে অপরাজিত তকমা ধরে রাখল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফেডারেশনের তরফে জাতীয় দলের ডিরেক্টর প্রাক্তন ফুটবলার সুব্রত পাল এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিলেন ডায়মন্ড হারবারের অধিনায়ক বিক্রমজিৎ সিংয়ের হাতে। চ্যাম্পিয়ন ফুটবলারদের গলায় মেডেলও পরিয়ে দেন ক্রীড়ামন্ত্রী। এরপরই বিশেষ ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি পরে ট্রফি নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন দলের কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফরা। তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসেন ম্যানেজমেন্ট কর্তারাও। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ সেরা হয়েই আগামী মরশুমের (২০২৫-’২৬) আই লিগে খেলবে ডায়মন্ড হারবার এফসি।
পহেলগাঁওয়ের ঘটনায় রবিবারের বিজয়োৎসব স্থগিত থাকলেও নৈহাটি স্টেডিয়ামে এদিন ছিল উৎসবের মেজাজ। তার মধ্যেই ম্যাচ শুরুর আগে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করেন দু’দলের ফুটবলাররা। বাটানগর থেকে স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে ডায়মন্ড হারবারের প্রচুর সমর্থক গ্যালারি ভরিয়েছিলেন। প্রত্যেকের পরনে ছিল ক্লাবের জার্সি এবং পতাকা। ম্যাচ চলাকালীন সারাক্ষণ ড্রাম বাজিয়ে, চিৎকার করে ফুটবলারদের উৎসাহিত করেন সমর্থকরা। বেঙ্গালুরু এদিন ভাল ফুটবল খেলে। তবে জিততে পারত ডায়মন্ড হারবারও। ড্র ম্যাচের পর প্রিয় দলের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আই লিগে ওঠার আনন্দে মেতে ওঠেন সমর্থকরা। লাল-নীল আবির, আতসবাজিতে রঙিন হয়ে ওঠে নৈহাটি স্টেডিয়াম।
গোটা মরশুমে মাত্র একটি ম্যাচ হেরেছে ডায়মন্ড হারবার। অবিশ্বাস্য সাফল্য অভিষেকের ক্লাবের। আই লিগ টু-এ ১৬ ম্যাচের মধ্যে জয় ১১টিতেই। মরশুমে ৯০ শতাংশ সাফল্য। বিশেষ অতিথি হিসেবে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। ডায়মন্ড হারবারের ঐতিহাসিক সাফল্যের জন্য কোচ কিবু ভিকুনার পিঠ চাপড়ে দেন ক্রীড়ামন্ত্রী। ফুটবলারদের অভিনন্দন জানান। পুরস্কার অনুষ্ঠানের পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘ডায়মন্ড হারবারের সাফল্য বাংলার জয়। মোহনবাগান আইএসএলে দ্বিমুকুট জিতেছে। আই লিগ টু এবং থ্রি চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। ইস্টবেঙ্গলের মেয়েরা ভারতসেরা হয়েছে। এটা বাংলারই সাফল্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফুটবলের উন্নতির চেষ্টা করছেন, আমি আশাবাদী আগামী দিনে ভারতীয় দলে ৪-৫ জনের বেশি বাঙালি খেলোয়াড় জায়গা করে নেবে। আই লিগে কোনও দল ছিল না বাংলা থেকে। ডায়মন্ড হারবার সেই জায়গাটা পূরণ করল। আশা করব, আই লিগে ভাল ফল করে চার নম্বর দল হিসেবে আইএসএলে খেলবে ডায়মন্ড হারবার।’’
ডায়মন্ড হারবার এফসি-র ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই সাফল্যের আসল কুশীলব খেলোয়াড়রা এবং কোচ। কলকাতা লিগ থেকে সারা মরশুমে আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি। সেটা আই লিগ থ্রি-এ ওড়িশা ম্যাচে। এবার আমাদের সামনে আই লিগ। সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে।’’ কোচ কিবু ভিকুনাও জানালেন, আই লিগের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। বললেন, ‘‘পরিশ্রমের ফল।
এই সাফল্যে সবার অবদান। তবে সাফল্যের জন্য ভাগ্যেরও সাহায্য লাগে। আই লিগের পর্ব আরও কঠিন। বিদেশি ফুটবলার খেলতে পারবে। আমরা পরিকল্পনা শুরু করে দিয়েছি।’’

Latest article