বঙ্গ

পঞ্চায়েতে ৪০ বছর অপরাজেয়

সংবাদদাতা, নন্দকুমার : মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভেলায় চড়ে ভোটের বৈতরণী পার হওয়ার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তৃণমূলের এই ৮২ বছরের প্রার্থী। তিনি ১৯৮৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৪০ বছর পঞ্চায়েতে অপরাজেয়। আর এবারও তৃণমূলের বাজি অশীতিপর এই বৃদ্ধ সন্তোষকুমার ঘড়া (Santosh kumar Ghara)। শহিদ মাতঙ্গিনী ব্লকের শাস্তিপুর-২ গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর বুথের এবার তৃণমূল প্রার্থী। এ নিয়ে ন’বার ভোটের ময়দানে তিনি নেমেছেন। কখনও পঞ্চায়েত প্রধান, আবার কখনও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। ৪০ বছর ধরে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই মানুষটির জয় নিয়ে কোনও চিন্তা নেই। তারপরেও বাড়ি বাড়ি ভোট প্রচারে খামতি রাখছেন না। নিজের বুথের প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চাইছেন। সন্তোষবাবুর (Santosh kumar Ghara) তিন ছেলে ও তিন মেয়ে। ছেলেদের মধ্যে একজন রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। বাকি দুই ছেলে পুলিশে চাকরি করেন। এক মেয়েও পুলিশে কর্মরত। এক জামাই হাইকোর্টের বিচারপতি। রাজনীতির পাশাপাশি ছেলেমেয়েদেরও তিনি প্রতিষ্ঠিত করেছেন। ১৯৮৩ সালে প্রথমবার কংগ্রেসের টিকেটে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তারপর আরও দু’বার কংগ্রেসের টিকেটে জয়ী হন। ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করছেন। তখন থেকে তিনি ঘাসফুল প্রতীকে লড়ছেন এবং জিতছেন। নিজের রামচন্দ্রপুর বুথ থেকে সাতবার এবং পার্শ্ববর্তী বুড়াড়ি বুথ থেকে একবার জয়ী হয়েছেন। নয়ের দশকে একবার প্রধান হন। তারপরটানা উপপ্রধান। পঞ্চায়েতের মহিলা প্রধান ইস্তফা দিয়ে আইসিডিএসের চাকরিতে যোগ দেওয়ায় সন্তোষবাবুর প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। গোটা রামচন্দ্রপুর গ্রাম তাঁর পরিবারের মতো। গ্রামের প্রতিটি পরিবার তাঁর অত্যন্ত কাছের। তবুও বয়সের ভারে এবার প্রার্থী হতে চাননি সন্তোষবাবু। কিন্তু, দলীয় নেতৃত্ব তাঁকে অব্যাহতি দিতে রাজি হয়নি। নেতৃত্বের অনুরোধ সন্তোষবাবু ফেলতে পারেননি। প্রার্থী হওয়ার পর ফের শুরু হয়েছে সন্তোষবাবুর বাড়ি বাড়ি ঘোরা। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অঢেল সামাজিক প্রকল্প চালু করায় তাঁর লড়াইটা অনেক সহজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- অভিষেকের জনসভার প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ার

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

36 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago