প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে বদ্ধপরিকর আইএফএ ও রাজ্যের ক্রীড়ামন্ত্রক। আইএফএ-র পরিচালনায় এবং রাজ্য ক্রীড়ামন্ত্রকের সহায়তায় আগেই শুরু হয়েছে আন্তঃজেলা অনূর্ধ্ব ১২ ফুটবল প্রতিযোগিতা। এবার শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা। আগামী ১২ এপ্রিল শিলিগুড়ি থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
আরও পড়ুন-আর্সেনালের সামনে আজ লিভারপুল
শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য ক্রীড়ামন্ত্রক ও আইএফএ-র যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ২৩টি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শুরু হবে শিলিগুড়িতে। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলকাতা ময়দানে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘‘টুর্নামেন্টের মূল উদ্দেশ্য প্রতিভা তুলে আনা। উপযুক্ত প্রতিভার সন্ধান পেলে সরকার পরিচালিত বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে তাদের নেওয়া হবে।’’