আর কবে হবে! ২ বছরে ৩ বার ভেঙে পড়ল বিহারে নীতীশের সাধের সেতু

Must read

একবার নয় দু’বার নয় তিন বার ভাঙল বিহারে নীতীশের সাধের ব্রিজ (Bihar Bridge Collapse)। নির্মাণকার্য চলাকালীন দু’বছরের মধ্যে তিন বার ভেঙে পড়ল সুলতানগঞ্জ-আগুওয়ানি ঘাটে গঙ্গার উপর সেতু। এই সেতুর কাজ শুরু হয়েছিল ৯ বছর আগে।

কোটি কোটি টাকা খরচ করে ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলার সংযোগস্থাপনে এই সেতু নির্মাণের কাজ চলছে। শনিবারই সেই সেতুটির একদিকের বিশাল অংশ ভেঙে পড়ে গঙ্গায়। বার বার সেতুটি (Bihar Bridge Collapse) কেন ভেঙে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগও উঠছে। চাপে পড়েছে বিহার সরকার।

আরও পড়ুন- রাস্তা খারাপের অভিযোগ ছোট্ট খুদের, সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

এর আগে ২০২২ সালে ভাগলপুরের দিকে সেতুর অংশ ভেঙে পড়েছিল। তার পর ২০২৩ সালের জুনে খাগারিয়ার দিকে সেতুর অংশ ভেঙে যায়। খাগাড়িয়া থেকে সুলতানগঞ্জে যেতে অনেকটা পথ ঘুরতে হয়। সেই দূরত্ব কমিয়ে আনতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সেতুর শিলান্যাস ও ২০১৫ সালে নির্মাণকার্য শুরু হয়। ৩.১৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ১হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ করে সরকার। তবে ৯ বছর পার হয়ে গেলেও সেতুর কাজ অর্ধেকও এগোয়নি। তার মধ্যেই বারবার ভেঙে পড়ছে সেতু।

Latest article