চাপের মুখে নতিস্বীকার ক্রীড়ামন্ত্রকের, অবশেষে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু

প্যারিস অলিম্পিকে শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জেতার পরেও, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম ছিল না মনু ভাকেরের।

Must read

নয়াদিল্লি, ২ জানুয়ারি : প্যারিস অলিম্পিকে শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জেতার পরেও, দেশের সর্বোচ্চ ক্রীড়া (sports) সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম ছিল না মনু ভাকেরের। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। আর সেই চাপের মুখে কার্যত নতিস্বীকার করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণায় আপ্লুত টিম-বাংলা

সব মিলিয়ে মোট চারজন ক্রীড়াবিদ এবারের খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। মনু ছাড়া বাকি তিনজন হলেন, দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারালিম্পিকে হাইজাম্পে সোনাজয়ী প্রবীণ কুমার।
এদিকে, মোট ৩২ জন ক্রীড়াবিদকে এবার অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৭ জনই প্যারা অ্যাথলিট। দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন সুভাষ রানা (প্যারা শুটিং), দীপালি দেশপাণ্ডে (শুটিং), সন্দীপ সাঙ্গোয়ান (হকি)। লাইফটাইম ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো। আগামী ১৭ জানুয়ারি সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে পুরস্কার তুলে দেওয়া হবে ক্রীড়াবিদদের হাতে।

Latest article