প্রতিবেদন : রাজ্যের একশ দিনের কাজের কেন্দ্রীয় বকেয়া নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন। দীর্ঘ দিন ধরে বারবার দাবি করেও মিলছে না ওই অনুদান। শেষ পর্যন্ত রাজ্য সরকারের চাপে নড়েচড়ে বসল কেন্দ্র। এবার একশো দিনের প্রকল্পের বরাদ্দ নিয়ে রাজ্য সরকারকে আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এতে খানিকটা হলেও আশার আলো দেখছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার রাজ্যের জেলাশাসক ও সচিবদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব।
আরও পড়ুন-টেটের যোগ্যতায় আরও ছাড়
সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয়। সেই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন মুখ্যসচিব বলেন, ‘আশা করেছিলাম দু’মাসের মধ্যে আমরা টাকা পেয়ে যাব। তবে ওরাঁ আবার আমাদের সময় দিয়েছে বৈঠকে যাওয়ার জন্য। দেখা যাক কী হয়।’ পাশাপাশি এদিন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজে যাতে অবিলম্বে যুক্ত করা হয়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়। রাজ্যের পূর্ত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দফতরে যাতে কাজে ১০০ দিনের কাজের জন্য জব কার্ড হোল্ডারদের লাগানো হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যসচিব।
আরও পড়ুন-ডিএ মামলা
রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন কাজে যুক্ত করতে তৎপর নবান্ন। প্রসঙ্গত বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যে ১০০ দিনের কাজের জন্য আরও অর্থ বরাদ্দ করতে। মেলা ও খেলায় অর্থ বরাদ্দ কমানোর নির্দেশ দেন তিনি। বদলে সেই টাকা একশো দিনের কাজের প্রকল্পে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ১০০ দিনের কাজের জন্য জব কার্ড রয়েছে যাদের, তাদেরকে বিভিন্ন দফতরের কাজে বেশি করে লাগানোর নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।