প্রতিবেদন : পুরসভার তৎপরতায় কলকাতার বুক থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে তারের জঙ্গল। শহরে কেবল লাইনের তার এখন থাকবে মাটির নিচে, পাইপলাইনের মধ্যে। গোটা শহরের বিভিন্ন ছোট-বড় রাস্তায় ধাপে ধাপে এই ভূগর্ভস্থ তারের পাইপলাইন বসানোর কাজ করছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন-রামমন্দির উদ্বোধনের পর হিংসার ঘটনা ৮ রাজ্যে, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট
ইতিমধ্যেই ৪০টি রাস্তায় ফুটপাথের নিচে পাইপলাইন বসানো হয়েছে, তার মধ্যে দিয়েই যাবে টেলিফোন ও কেবলের যাবতীয় তার। এবার কলকাতার আরও ৩০টি বড় রাস্তায় পাইপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগ। কেবল অপারেটররা ওই লাইনের মধ্যে দিয়েই তারের গুচ্ছ সরবরাহ করবে। এই নিয়ে কেবল অপারেটরদের কড়া নির্দেশ দিয়েছে পুরসভা। মাথার উপর থেকে তারের জঞ্জাল সাফ করতেই কলকাতা পুরসভার এই উদ্যোগ। লাইটপোস্ট বা কোনও গাছের মাথায় জট পাকানো অবস্থায় কেবল তারের জঙ্গল শহরের সৌন্দর্যায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ওই জঙ্গল সাফ করতেই মাটির নিচে পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারের গুচ্ছ।
আরও পড়ুন-বাংলায় বরাদ্দ কমল
এব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম নিজেই। যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে কাজ। বর্তমানে কালীঘাট মন্দির সংলগ্ন রাস্তা থেকে তারের জঙ্গল সরাতে কালীঘাট রোড ও কালী টেম্পল রোডে ফুটপাথের নিচে পাইপলাইন বসানোর কাজ হচ্ছে। পয়লা বৈশাখেই নয়া স্কাইওয়াক-সহ নতুন রূপে সাধারণের জন্য খুলবে কালীঘাট মন্দির। এজন্য গোটা শহরের পাশাপাশি মন্দির সংলগ্ন রাস্তা থেকেও দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে কেবল তারের জঞ্জাল।