সুপ্রিম-রায়ের পরেই বাড়িতে চড়াও পাওনাদাররা! আত্মহত্যার চেষ্টা চাকরিহারা শিক্ষিকার

Must read

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা হওয়ার পরেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, “আমি শুনেছি শিক্ষক-শিক্ষিকারা অনেকে ডিপ্রেসেড। ডিপ্রেসনে চলে যাচ্ছেন অনেকে। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক।“ আর তার পরের দিনই পাওনাদারদের চাপে আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিংয়ের এক শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় জানতে পেরেই পাওনাদাররা ওই শিক্ষিকার বাড়িতে চড়াও হন। তাঁর সঙ্গে রীতিমতো অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। এর পরে সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেন ক্যানিংয়ের ওই শিক্ষিকা।
পরিবার সূত্রে খবর, পাওনাদারদের থেকে টাকা ফেরত দেওয়ার জন্য সময় চাইলেও রাজি হননি তাঁরা। উলটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তারপরেই অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষিকা। সুইসাইড নোটে বেশ কয়েকজন পাওনাদারের নাম লেখা আছে বলে দাবি পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষিকাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন- যোগ্য-বঞ্চিতদের পাশে থাকবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, জানালেন শিক্ষামন্ত্রী

স্থানীয় সূত্রে খবর, একাধিক লোকের থেকে টাকা ধার নিয়েছিলেন ওই শিক্ষিকা। কিন্তু টাকা তিনি শোধ করতে পারেননি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই পাওনাদাররা একে একে তাঁর বাড়িতে হাজির হয়ে টাকা ফেরত চান।

বৃহস্পতিবারই ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চাকরিহারাদের পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে।” আর একদিনের মধ্যেই দেখা গেল, চাকরি হারিয়ে আত্মহননের চেষ্টা করা করলেন শিক্ষিকা।

Latest article