মোদি সরকারের ব্যর্থতা: দেশে বেকারত্ব বেড়ে ৮.৪৫%

Must read

প্রতিবেদন : মোদির দেওয়া বছরে দু’কোটি চাকরির ভুয়ো প্রতিশ্রুতি বেকারদের কাছে মরীচিকায় পরিণত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তাঁর দলের নেতারা বলে বেড়াচ্ছেন যে, অতিমারির ধাক্কা কাটিয়ে কাজের বাজার আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ও তথ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, এবছরের জুন মাসে দেশে ফের বেকারত্বের হার বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে কাজ কমেছে উল্লেখযোগ্য হারে।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমিক্স তার সমীক্ষা রিপোর্টে জানিয়েছে, জুন মাসে দেশে বেকারত্বের হার বেড়ে ৮.৪৫ শতাংশ হয়েছে। জুনে গ্রামাঞ্চলে বেকারত্বের (Unemployment- India) হার বেড়ে হয়েছে ৮.৭৩ শতাংশ। শহরাঞ্চলে এই হার ৭.৮৭ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, গ্রামাঞ্চলে কৃষিকাজে নানা সমস্যার কারণে কর্মসংস্থান কমেছে।
উল্লেখ্য, জুন মাসের শেষ দিকে মুম্বইয়ে বণিকসভার এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা বলেছিলেন, দেশে বর্তমানে যে হারে শিক্ষিত যুব সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে সেই হারে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। বিশেষ করে উন্নত মানের কর্মসংস্থানের হার খুবই কম। শিক্ষার হার বাড়ায় যুব সম্প্রদায় ভাল চাকরি খুঁজছেন। কিন্তু চাহিদার তুলনায় পর্যাপ্ত চাকরি আদৌ তৈরি হচ্ছে না। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিবেক দেবরায়ও স্বীকার করেছেন, দেশে ভাল মানের চাকরি প্রয়োজনের তুলনায় অনেক কম। অন্যদিকে, বিশ্বব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছেন, ভারতে বেসরকারি বিনিয়োগ ক্রমশ কমছে। এর কারণ বিনিয়োগকারীরা সরকারের উপর আস্থা রাখতে পারছে না। এর ফলেই বাড়ছে বেকারত্ব (Unemployment- India)। কর্মসংস্থান বিপুলভাবে কমতে থাকলেও আর্থিক উন্নয়নের ঢাক পিটিয়ে চলেছে কেন্দ্র। রোজগার মেলার নামে কার্যত তামাশা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিক্ষেত্রে আয়ের পরিমাণ খুবই কম। কারণ সার, বীজ, কীটনাশক সবকিছুর দাম লাফিয়ে বেড়েছে। ফলে গ্রামাঞ্চলের মানুষ কৃষিকাজে উৎসাহ হারাচ্ছেন এবং কমেছে কর্মসংস্থান। সিএমআইই-র এই পরিসংখ্যান বলে দিচ্ছে, কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার যে দাবি প্রধানমন্ত্রী করে থাকেন তার সঙ্গে বাস্তবের মিল নেই।

আরও পড়ুন: ৪০০ কর্মী ছাঁটাই, কোর্টে যাওয়ার হুমকি কেজরির

Latest article